ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

উদ্যোক্তা তৈরিতে কাজ করবে ইভ্যালি-ব্রেকবাইট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ৩০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দেশে ই-কমার্স খাতে উদ্যোক্তা তৈরিতে এক সঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ও ব্রেক বাইট। 

গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালি কার্যালয়ে এ লক্ষ্যে প্রতিষ্ঠান দু’টির মাঝে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

এতে ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল, ব্রেক বাইটের সিইও এবং ই- কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)  পরিচালক আসিফ আহনাফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 
 
চুক্তির আওতায় ইভ্যালির দেশব্যাপী ব্যবসা সম্প্রসারণ এবং ক্রস বর্ডার ই-কমার্স পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আইসিটি ডিভিশনের স্টার্ট আপ প্রোটফোলিও কোম্পানি ব্রেকবাইট কাজ করবে। 

এ বিষয়ে ব্রেকবাইটের সিইও আসিফ আহনাফ বলেন, আমরা মূলত চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল বিল্পবের লক্ষ্যে ইভ্যালির আধুনিকায়ন নিয়ে পরামর্শক প্রতিষ্ঠান  হিসেবে কাজ করব। একইসঙ্গে ২০২০ সালের মধ্যে ইভ্যালি হাব’র মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক পাঁচ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজনেস মডেলিং তৈরিতে করছে।

ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেল বলেন, ব্রেক বাইট খুবই অল্প সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কাজ করছে। একদল তরুণ এবং দক্ষ কর্মী বাহিনী নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এদের নেতৃত্বে আছেন আসিফ আহনাফ যিনি সদ্যই ই-ক্যাবের পরিচালক হলেন। তার নেতৃত্বে ব্রেক বাইট’র তথ্যবহুল এবং সুদূরপ্রসারী পরামর্শে ইভ্যালি এবং দেশের ই-কমার্স খাত আরও এগিয়ে যাবে বলে আমাদের আশা।

এআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি